Tumi Akash Ekhon Jodi Hote Lyrics (তুমি আকাশ এখন যদি হতে) Ashite Ashiona


Tumi Akash Ekhon Jodi Hote Lyrics by Manna Dey And Ruma Guhathakurata from Ashite Ashiona Bengali Movie Song. Music Composed by Gopen Mullick. Tumi Akash Ekhon Jodi Hote Song Lyrics Written by Pulak Bandyopadhyay. Starring : Bhanu Bandopadhyay, Ruma Guhathakurta, Rabi Ghosh, Tarun Kumar Chatterjee, Jahor Roy, Asit Baran, Kamal Mitra And Others.

Tumi Akash Ekhon Jodi Hote Song Details :

Song : Tumi Akash Ekhan Jadi Hote

Movie : Ashite Ashio Na (1967)

Artist : Manna Dey, Ruma Guhathakurata

Music Director : Gopen Mullick

Lyricist: Pulak Bandyopadhyay

Director : Sree Jayadratha

Label : Angel Bengali Songs

Tumi Akash Ekhon Jodi Hote Lyrics In Bengali :

লা লা লা লালা লা …

তুমি আকাশ এখন যদি হতে

আমি বলাকার মত পাখা মেলতাম,

পাখা মেলতাম। 

তুমি আকাশ এখন যদি হতে

আমি বলাকার মত পাখা মেলতাম,

পাখা মেলতাম। 

( এবার তুমি গাও,  যা 

লজ্জা করতে নেই, গাও না!

আবার ধরো, আচ্ছা )

তুমি আকাশ এখন যদি হতে

আমি বলাকার মত পাখা মেলতাম,

পাখা মেলতাম। 

তুমি ময়দা এখন যদি হতে

জলখাবারে লুচি বেলতাম, 

ময়দা এখন যদি হতে

জলখাবারে লুচি বেলতাম

জলখাবারে লুচি বেলতাম। 

তুমি হতে যদি পদ্মেরও মধু

আমি ভ্রমর হতাম ওগো বধূ,

তুমি হতে যদি পদ্মেরও মধু

আমি ভ্রমর হতাম ওগো বধূ,

আমি ভ্রমর হতাম –

গুন গুনগুন গুন গুনগুন.. গাও

না 

আবার লজ্জা করে !

তেঁতুলের টক যদি হতে

পান্তা ভাতে মেখে ফেলতাম,

তেঁতুলের টক যদি হতে

পান্তা ভাতে মেখে ফেলতাম,

পান্তা ভাতে মেখে ফেলতাম। 

যদি আরো কিছু,

যদি আরো কিছু কাছে সরে আসতে,

মিছে কবিতায় প্রাণ ভরে রাখতাম৷

যদি আমারই মতন ভালোবাসতে,

তবে,

(তবে কি ? 

বলবো ?

হ্যাঁ হ্যাঁ বলে ফেলো বয়স তো কমে গেছে)

মশলা মুড়িটা আরো মাখতাম

মশলা মুড়িটা আরো মাখতাম। 

যদি বেনীর বাঁধন দিতে খুলে

রাঙা পলাশ হতাম এলো চুলে,

যদি বেনীর বাঁধন দিতে খুলে

রাঙা পলাশ হতাম এলো চুলে,

তোমার এলোচুলে রাঙা পলাশ হতাম৷

তুমি সত্যি রাঙা যদি হতে

বিলিতি বেগুন বলে ভাবতাম,

সত্যি রাঙা যদি হতে

বিলিতি বেগুন বলে ভাবতাম,

বিলিতি বেগুন বলে ভাবতাম। 

Tumi Akash Ekhon Jodi Hote Lyrics In English :

Tumi akash ekhon jodi hote

Ami bolakar moto pakha meltam

Pakha meltam

Tumi akash ekhan jadi hote

Tumi moyda ekhon jodi hote

Jolkhabare luchi beltam

TUmi hote jodi podmer o modhu

Ami bhromor hotam ogo bodhu

Ami bhromor hotan

Goon goon goon goon.. gao

Tetuler tok jodi hote

Panta bhaate mekhe feltam

Jodi aaro kichu kache sore ashte

Michey kobitay praan bhore rakhtam

Jodi amari moton valobashte

Tobe moshla murita aaro makhtam

Jodi benir bandhon dite khule

Rang apolash hotam elo chule

Tomar alochule ranga polash hotam

Tumi sotti ranga jodi hote

Biliti begun bole bhabtam

ভানু বন্দ্যোপাধ্যায় ও রুমা গুহঠাকুরতা অভিনীত ৮০তে আসিওনা বাংলা সিনেমার গান তুমি আকাশ এখন যদি হতে গানটি গেয়েছেন মান্না দে এবং রুমা গুহঠাকুরতা।  তুমি আকাশ এখন যদি হতে গানের লিরিক্স লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। 


Tags: Manna Dey