Tomar Oi Khola Chule Lyrics (তোমার ওই খোলা চুলে) Milan Kumar Viral Song


Tomar Oi Khola Chule Lyrics by Milan Kumar Bengali Viral Song. Music Composed by And Tomar Oi Khola Chule Song Lyrics Written by M Samir. Music Arranged by Shyamji. Video Song Directed by Shambhu Nath Roy.

Tomar Oi Khola Chule Song Details :

Song : Tomar Oi Khola Chule

Singer : Milan Kumar  

Lyrics And Music : M Samir

Music Arranger : Shyamji

Video Director : shambhu nath roy

Producer : Biswajit Sau

Camera : shambhu nath roy

Poster And Thumbnail : Gopal Kirtaniya

Production And Label : Bengali Remix Music 

Tomar Oi Khola Chule Lyrics In Bengali :

তোমার ওই খোলা চুলে 

আমি গিয়েছি সবকিছু ভুলে,

তোমার ওই খোলা চুলে 

আমি সবকিছু গিয়েছি ভুলে,

তোমার ওই দুই নয়ন 

হৃদয় করলো হরণ,

তোমার ওই দুই নয়ন 

হৃদয় করলো হরণ,

না জানি কি হবে তোমায় ছুঁলে ..

তোমার ওই খোলা চুলে 

আমি গিয়েছি সবকিছু ভুলে।।

ফুটফুটে জোছনায় 

যখন তুমি এসে দাঁড়ালে,

তোমায় দেখে চাঁদ লজ্জা পেয়ে 

লুকালো মেঘের আড়ালে। 

হো, ফুটফুটে জোছনায় 

যখন তুমি এসে দাঁড়ালে,

তোমায় দেখে চাঁদ লজ্জা পেয়ে 

লুকালো মেঘের আড়ালে। 

তোমার চোখের কাজল 

আমায় করলো পাগল,

তোমার চোখের কাজল 

আমায় করল পাগল,

ভ্রমর বসে ফোটা ফুলে ..

তোমার ওই খোলা চুলে 

আমি গিয়েছি সবকিছু ভুলে।।

হো, শান্ত নদী হয় উতলা 

দেখে তোমার অঙ্গের ঢেউ,

ও রূপ শুধু আমি জানি 

আর তো জানে না গো কেউ। 

হো, শান্ত নদী হয় উতলা 

দেখে তোমার অঙ্গের ঢেউ,

ও রূপ শুধু আমি জানি 

আর তো জানে না গো কেউ। 

দেখে তোমারই সাজ 

ফাগুন পায় লাজ,

দেখে তোমারই সাজ 

ফাগুন পায় লাজ,

হৃদয় ওঠে মোর দুলে ..

তোমার ওই খোলা চুলে 

আমি গিয়েছি সবকিছু ভুলে,

তোমার ওই খোলা চুলে 

আমি সবকিছু গিয়েছি ভুলে,

তোমার ওই দুই নয়ন 

হৃদয় করলো হরণ,

তোমার ওই দুই নয়ন 

হৃদয় করলো হরণ,

না জানি কি হবে তোমায় ছুঁলে ..

হুঁ হুঁ হুঁ লা লা লা লালা 

লা লা লা  লা লা লা  লালা

হে হে হে লা লা লা  লালা ..

Tomar Oi Khola Chule Lyrics In English :

Tomar oi khola chule

Ami giyechi sobkichu bhule

Tomar oi dui nayan

Hidoy korlo horon

Na jani ki hobe tomay chuley

Tomar oi khola chule

Ami giyechi sobkichu bhule

Tomar oi khola chuley

Ami giyechi sobkichu bhuley

Futfute jochonay

Jokhon tumi eshe darale

Tomay dekhe chand lojja peye

Lukalo megher arale

Tomar chokhel kajol

Amay korlo pagol

Bhromor boshe fota phule

Shanto nodi hoy utola

Dekhe tomar ongger dheu

O roop shudhu ami jani

Aar toh jane na go keu

Dekhe tomari saaj

Fagun paay laaj

Hridoy othey mor dule

Tomar oi khola chuley

Aami giyechi shobkichu bhule

Tomar oi dui noyon

Hidoy korlo haran

Na jani ki hobe tomay chuley

সম্প্রতি কুমার শানু, কেকে, মাহমদ রফি সহ দেশের বিখ্যাত সমস্ত গায়কের গান গেয়ে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায় পূর্ব বর্ধমানের এক নম্বর ব্লকের অন্তর্গত নিত্যানন্দপুরের বাসিন্দা মিলন কুমার। লোকাল ট্রেনে গান গেয়ে ভাইরাল হয়েছেন তিনি। তারপর একাধিক ইউটিউব চ্যানেলের স্টুডিওতে গানও গেয়েছেন তিনি। এবার সেই বাংলার ভাইরাল গায়ক মিলন কুমার গাইলেন তোমার ওই খোলা চুলে গানটি, গানটি ইতিমধ্যেই খুব সাড়া ফেলেছে এপার বাংলা এবং ওপার বাংলাতেও গানটির সুর দিয়েছেন এবং লিরিক্স লিখেছেন এম সমীর। 


Tags: Milan Kumar