Preme Jol Hoye Jao Gole Lyrics (প্রেমে জল হয়ে যাও গলে) Sahana Bajpaie


Preme Jol Hoye Jao Gole Lyrics Song Is Sung by Sahana Bajpaie. Music Composed by And Preme Jol Hoye Jao Gole Lyrics Written by Rajanikanta Sen. Previously This Song Is Sung by Neela Majumder, Krishina Chatterjee, Nilufar Yasmin And Many Various Artists In Their Own Way. 

Song : Preme Jol Hoye Jao Gole

Lyrics : Rajanikanta Sen

Music Arranged and Produced by : Samantak

Mixed and Mastered by : Anindit Roy

Director & Editor : Arkav Banerjee

DOP : Somnath Haldar 

Label : SVF Music

Preme Jol Hoye Jao Gole Song Lyrics In Bengali :

প্রেমে জল হয়ে যাও গলে

প্রেমে জল হয়ে যাও গলে,

প্রেমে জল হয়ে যাও গলে

প্রেমে জল হয়ে যাও গলে

কঠিনে মেশে না সে

মেশে যে সে তরল হলে,

মেশে যে সে তরল হলে

জল হয়ে যাও গলে

প্রেমে জল হয়ে যাও গলে

প্রেমে জল হয়ে যাও গলে।। 

অবিরাম হয়ে নত

চলে যাও নদীর মত,

অবিরাম হয়ে নত

চলে যাও নদীর মত,

কল কলে অবিরত

কল কলে অবিরত, জয় জগদীশ বলে।

জল হয়ে যাও গলে

প্রেমে জল হয়ে যাও গলে

প্রেমে জল হয়ে যাও গলে।

বিশ্বাসের তরঙ্গ তুলে

মোহ পাড়ি ভাঙ সমূলে,

চেওনা কোন কুলে

শুধু নেচে গেয়ে যাওরে চলে।

সে জলে নাইবে যারা

থাকবে না মৃত্যু জরা,

পানে পিপাসা যাবে

ময়লা যাবে ধুলে,

পানে পিপাসা যাবে

ময়লা যাবে ধুলে,

যারা সাঁতার ভুলে নামতে পারে

তাদের টেনে নে’যাও একেবারে,

সাঁতার ভুলে নামতে পারে

তাদের টেনে নে’যাও একেবারে,

ভেসে যাও, ভাসিয়ে নে’যাও

ভেসে যাও, ভাসিয়ে নে’যাও

সেই পরিনাম,

সেই পরিনাম সিন্ধু জলে,

জল হয়ে যাও গলে

প্রেমে জল হয়ে যাও গলে

প্রেমে জল হয়ে যাও গলে।

কঠিনে মেশে না সে

মেশে যে সে তরল হলে,

মেশে যে সে তরল হলে

জল হয়ে যাও গলে

প্রেমে জল হয়ে যাও গলে

প্রেমে জল হয়ে যাও গলে ..

প্রেমে জল হয়ে যাও গলে লিরিক্স – সাহানা বাজপেয়ী :

Preme jol hoye jao gole

Kothine meshe na se

Meshe je se torol hole

Obiram hoye noto

Chole jao nodir moto

Kolkole obiroto joy jogodish bole

Se jole naibe jara

Thakbe na mrittu jora

Paane pipasha jabe moyla jabe dhule

Jara santar bhule namte pare

Tader tene ney jao ekebare

Bhese jao bhasiye ne jao

Sei porinam sindhu jole

রজনীকান্ত সেনের গান প্রেমে জল হয়ে যাও গলে গানটি গেয়েছেন সাহানা বাজপেয়ী। 


Tags: Sahana Bajpaie