Mon Chole Sei Vrindabon Lyrics (মন চলে শ্রী বৃন্দাবন) Gurujeet Singh


Mon Chole Sei Vrindabon Lyrics by Gurujeet Singh. Music Composed by Subho Chattopadhyay. Jhulan Yatra And Krishna Janmashtami Special Bengali Song Mon Chole Sei Vrindabon Song Lyrics Written by Sailendra Halder. Starring Tushar arun paul, Doyel chowdhury, Rani, Debika, Ishika, Keya Bhattacharya, Diya Banerjee And Raunak Das.

Mon Chole Sei Vrindabon Song Details :

Song Name : Mon Chole Sei Vrindabon

Singer : Gurujeet Singh

Lyrics : Sailendra Halder

Music : Subho Chattopadhyay

Programming and Arrangement : Sainik Dey

Record engineer : Tarun Das

Mix and master : Sainik Dey

Set Manager : Niel Nayak

Dop : Sagar Kora And Raj Ghosh

Asst DOP : Biswajit Das

Asst Cinemetographer : Debolina Goldar

Photography by : Rupam Sen

Mon Chole Sei Vrindabon Lyrics In Bengali :

মন চলে শ্রী বৃন্দাবনে ..

মন চলে শ্রী বৃন্দাবনে,

মন চলে শ্রী বৃন্দাবনে ..

মন চলে শ্রী বৃন্দাবনে,

রাখাল রাজার দর্শনে 

রাখাল রাজার দর্শনে 

মন চলে শ্রী বৃন্দাবনে ..

মন চলে শ্রী বৃন্দাবনে। 

ও যে আমার প্রাণের সখা 

ও যে আমার প্রাণের সখা

কৃষ্ণ ভজি মনে মনে .. 

কৃষ্ণ ভজি মনে মনে ..

মন চলে শ্রী বৃন্দাবনে ..

মন চলে শ্রী বৃন্দাবনে। 

তার সঙ্গে ধেনু হাতে বেনু .. 

তার সঙ্গে ধেনু হাতে বেনু .. 

রূপে ঝলক মাথায় পালক 

রূপে ঝলক মাথায় পালক,

নব ঘনশ্যাম নন্দ দুলাল 

নব ঘনশ্যাম নন্দ দুলাল,

কৃষ্ণ নামে হইবে সামাল .. 

কৃষ্ণ নামে হইবে সামাল ..

ও শ্যাম .. শ্যাম শ্যাম 

নব ঘনশ্যাম নন্দ দুলাল 

নব ঘনশ্যাম নন্দ দুলাল,

কৃষ্ণ নামে হইবে সামাল .. 

খেলা হবে কুঞ্জবনে

খেলা হবে কুঞ্জবনে,

মন চলে শ্রী বৃন্দাবনে ..

মন চলে শ্রী বৃন্দাবনে।  

গুনেতে সে শিরোমণি .. 

গুনেতে সে শিরোমণি,

খেলা করে খায় সে ননী 

খেলা করে খায় সে ননী,

মুকুট পরে বেড়ায় সে ঘুরে .. 

মুকুট পরে বেড়ায় সে ঘুরে,

বন ছায় অচিনপুরে 

বন ছায় অচিনপুরে,

শ্রীরাধিকার সঙ্গে লীলা 

শ্রীরাধিকার সঙ্গে লীলা ..

ব্রজধামের সঙ্গী সনে 

ব্রজধামের সঙ্গী সনে,

মন চলে শ্রী বৃন্দাবনে ..

মন চলে শ্রী বৃন্দাবনে,

রাখাল রাজার দরশনে 

রাখাল রাজার দরশনে,

মন চলে শ্রী বৃন্দাবনে ..

মন চলে শ্রী বৃন্দাবনে। 

Mon Chole Sei Vrindabon Lyrics In English :

Mone chole shri brindabone

Mone chole sri brindabone

Rakhal rajar doroshone

Mone chole shri vrindabone

O je amar prano sokha

Krishno bhoji mone mone

Mone chole shri brindabane

Taar songge dhenu haate benu

Rupe jholok mathay palok

Nobo ghonoshyam nondodulal

Krishno naame hoibe samal

Khela hobe kunjo bone

Mone chole shri vrindabane

Gunete se shiromoni

Khela kore khaay se noni

Mukut pore beray se ghure

Bon chaay achinpure

Shriradhikar songge lila

Brojodhamer songee sone

Mone chole sri vrindabone

ঝুলন যাত্রা ও কৃষ্ণ জন্মাষ্টমী এর গান মন চলে শ্রী বৃন্দাবন গানটি গেয়েছেন গুরুজিৎ সিং।  গানের সুর দিয়েছেন শুভ চট্টোপাধ্যায়।  মন চলে শ্রী বৃন্দাবনে গানের লিরিক্স লিখেছেন শৈলেন্দ্র হালদার।


Tags: Devotional Song, GuruJeet Singh