Gour Nitai Duti Bhai Esechilo Lyrics (গৌর নিতাই দুটি ভাই এসেছিল) Bandana Das


Gour Nitai Duti Bhai Esechilo Lyrics by Bandana Das :

Gour Nitai Duti Bhai Esechilo Song Is Sung by Bandana Das from Hayre Obujh Mon Bengali Album. Music Composed by Krishnendu Bhowmik. This Bengali Devotional Song Gour Nitai Duti Bhai Esechilo Lyrics Written by Krishnendu Bhowmik.

Song : Gour Nitai Duti Bhai Esechilo

Album : Hayre Obujh Mon

Singer : Bandana Das

Music & Lyrics : Krishnendu Bhowmik

Category : Folk

Genre : Devotional Song

Music Label : Rs Music

Gour Nitai Duti Bhai Esechilo Song Lyrics In Bengali :

গৌর নিতাই দুটি ভাই 

এসেছিল সেথায়,

কলির জীবে উদ্ধারিতে 

বাহু তুলে গায়,

হরে কৃষ্ণ নামে জগত ধন্য হলো 

হরে কৃষ্ণ নামে জগত ধন্য হলো,

এসো গাই সবাই সেই

হরে কৃষ্ণ না্‌ম,

এসো গাই সবাই সেই

হরে কৃষ্ণ নাম,

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,

হরে রাম হরে রাম

রাম রাম হরে হরে।। 

নিজেই হরি হয়ে গায় কলিতে এ নাম

আমরা লাজে মরি মুখে বলিতে এ নাম

নিজেই হরি হয়ে গায় কলিতে এ নাম

আমরা লাজে মরি মুখে বলিতে এ নাম,

যে নামে রাধারানি মজে অবিরাম

যে নামে রাধারানি মজে অবিরাম,

এসো গাই সবাই সেই 

হরে কৃষ্ণ না্‌ম,

এসো গাই সবাই সেই

হরে কৃষ্ণ নাম,

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,

হরে রাম হরে রাম

রাম রাম হরে হরে।। 

বিদেশের ওই সাহেব বিবি 

হরি হরি বলে,

প্রানের ঠাকুর গৌর বেসে

নেচে নেচে চলে। 

বিদেশের ওই সাহেব বিবি 

হরি হরি বলে,

প্রানের ঠাকুর গৌর বেসে

নেচে নেচে চলে,

যে নামে নাচে সারা নবদ্বীপ ধাম

যে নামে নাচে সারা নবদ্বীপ ধাম,

কলির জিব তোরে যেতে 

গাওরে মহা না্‌ম,

কলির জিব তোরে যেতে 

গাওরে মহা না্‌ম,

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,

হরে রাম হরে রাম

রাম রাম হরে হরে।। 

কৃষ্ণেন্দু বলে আমায়

বন্দনা তুই বল,

নাম ভজে নাম জপে 

আপন দেশে চল। 

কৃষ্ণেন্দু বলে আমায়

বন্দনা তুই বল,

নাম ভজে নাম জপে 

আপন দেশে চল,

যে নামে মেলে মুক্তি মেলে ভগবান

যে নামে মেলে মুক্তি মেলে ভগবান,

হরি দাসের মত ও মন

গাওরে হরি নাম,

হরি দাসের মত ও মন

গাওরে হরি নাম,

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,

হরে রাম হরে রাম

রাম রাম হরে হরে। 

গৌর নিতাই দুটি ভাই 

এসেছিল সেথায়,

কলির জীবে উদ্ধারিতে 

বাহু তুলে গায়,

হরে কৃষ্ণ নামে জগত ধন্য হল 

হরে কৃষ্ণ নামে জগত ধন্য হল,

এসো গাই সবাই সেই

হরে কৃষ্ণ না্‌ম,

এসো গাই সবাই সেই

হরে কৃষ্ণ নাম,

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,

হরে রাম হরে রাম

রাম রাম হরে হরে ..

গৌর নিতাই দুটি ভাই এসেছিল সেথায় লিরিক্স – বন্দনা দাস :

Gour nitai duti bhai

Esechilo sethay

Kolir jibe udharite

Bahu tule gaay

Hare krishna naame jogot dhonno holo

Esho gai sobai sei

Hore krishno naam

Hore krishno hore krishno

Krishno krishno hore more

Hore ram hore ram

Ram ram hore hore

গৌর নিতাই দুটি ভাই এসেছিল সেথায় গানটি গেয়েছেন বন্দনা দাস। গানটির সুর দিয়েছেন এবং বাংলা ভক্তিমূলক গান গৌর নিতাই দুটি ভাই এসেছিল সেথায় গানের লিরিক্স লিখেছেন কৃষ্ণেন্দু ভৌমিক।


Tags: Devotional Song